তারেক রহমানের ৫০তম জন্মদিন আজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার একমাত্র ভাই আরাফাত রহমান কোকো। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও আলোকচিত্র প্রদর্শনী। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দু’দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। বুধবার রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে হয় আলোচনা সভা। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আজ ছাত্রদলের উদ্যোগে একই স্থানে হবে আলোচনা সভা। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হবে। বুধবার রাত ১২টা ১ মিনিটে গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া ও নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেক কাটেন। বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এ আয়োজন করে। আজ দুপুরে ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কেক কাটা হবে।

No comments

Powered by Blogger.