রাহুলের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

রাহুলের বাড়ির সামনে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর বাড়ির সামনে গতকাল মঙ্গলবার বড় ধরনের বিক্ষোভ করেছে বিজেপির যুব সংগঠন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। খবর এনডিটিভি ও জিনিউজ অনলাইনের। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে সোমবার দুর্নীতির অভিযোগ আনেন বিজেপি নেতা ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি। এরপরই গতকাল রাহুলের দিলি্লর বাসভবনের সামনে জড়ো হয় বিজেপির যুব শাখা বিজেওয়াইএমের শতাধিক কর্মী। সরকারবিরোধী স্লোগান নিয়ে তারা রাহুলের বাড়ির বাইরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সামনে এগুনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। পদত্যাগের ঘোষণা দিচ্ছেন না মনমোহন : গত কয়েকদিন ধরেই ভারতীয় মিডিয়ায় গুঞ্জন ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী শুক্রবার মনমোহন সংবাদ সম্মেলন ডাকায় এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। গত দশ বছরের মধ্যে এটি হবে মনমোহনের তৃতীয় সংবাদ সম্মেলন। মিডিয়ার ধারণা, এতে রাহুল গান্ধীর পথ সুগম করতে পদত্যাগের ঘোষণা দেবেন মনমোহন। তবে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী মনীষ তেওয়ারি কড়া ভাষায় এ ধারণা প্রত্যাখ্যান করেছেন। রাহুল ভবিষ্যতে বড় দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি। চলতি মাসেই রাহুলকে আগামী নির্বাচনে কংগ্রেসের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার সম্ভাবনা রয়েছে।

No comments

Powered by Blogger.