ফের আত্মঘাতী হামলা রাশিয়াজুড়ে সতর্কতা

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোলগোগ্রাদ শহরের একটি ট্রলিবাসে আত্মঘাতী বোমা হামলায় ১৪ জন নিহত হয়েছে। একই শহরের একটি ট্রেন স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হওয়ার একদিন পর গতকাল সোমবার নতুন করে এ হামলা হলো। এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, ইসলামপন্থিরা এ হামলা চালিয়েছে। দুই দফা বোমা হামলার পর আরও হামলার আশঙ্কায় রাশিয়াজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শীতকালীন অলিম্পিক শুরুর আগে এ হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসি অনলাইনের। ভোলগোগ্রাদ শহরের ডজারঝিনস্কি জেলায় এক বাজারের কাছে সোমবার স্থানীয় সময় সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ সালাগি বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে, এ বিস্ফোরণে ১৪ জন নিহত ও অন্য ১০ জন আহত হয়েছে। বোমা হামলার তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, এই সন্ত্রাসী হামলা একটি আত্মঘাতী বোমা হামলা ছিল। ঘটনাস্থল থেকে হামলাকারীর ছিন্নবিচ্ছিন্ন দেহ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কমিটি জানায়, এর আগে একযোগে রেলস্টেশনে হামলা ও ট্রলিবাসে হামলার পরিকল্পনা করা হয়েছে। দুটি ঘটনায় একই রকম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন বলেন, ওই হামলাকারীর পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, এটি একটি শক্তিশালী বিস্ফোরণ ছিল। বোমা হামলায় বাসটি পুরোপুরি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার বিভিন্ন শহরের ভেতর চলাচলের জন্য ট্রলিবাস বহুল প্রচলিত একটি গণপরিবহন। রাশিয়ায় এমন আরও হামলার আশঙ্কা করছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। ফলে দেশজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শুধু ভোলগোগ্রাদ শহরে আগামী ১৫ দিনের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হামলার তীব্র নিন্দা জানিয়ে সমগ্র দেশে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
১০ লাখ মানুষ অধ্যুষিত ভোলগোগ্রাদের দূরত্ব সোচি থেকে প্রায় ৪৩০ মাইল উত্তর-পূর্বে। সোচিতে ৭ ফেব্রুয়ারি থেকে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার কথা রয়েছে। অলিম্পিকের প্রস্তুতির এ সময়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় বোমা হামলার ঘটনা। এর আগে গতকালের বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও অন্য ৫০ জন আহত হয়। গত শুক্রবার সোচি থেকে ২৭০ কিলোমিটার পূর্বে পায়াতিগ্রস্ক শহরে গাড়িবোমা হামলায় নিহত হয় তিনজন। অলিম্পিক ঠেকানোর হুঁশিয়ারি দিয়ে আসছে ইসলামপন্থিরা। গত জুলাইয়ে চেচেন নেতা দোকু উমারভ এক ভিডিও বার্তায় বলেছেন, অলিম্পিক বন্ধ করতে নিজেদের সর্বোচ্চ শক্তিকে ব্যবহার করবেন তারা।

No comments

Powered by Blogger.