এটিএম বুথে ডিজিটাল চোর!

পেনড্রাইভ সদৃশ ডিভাইসের মাধ্যমে [ইউএসবি ড্রাইভ] অটোমেটেড টেলার মেশিনে [এটিএম] ম্যালওয়্যার প্রবেশ করাতে সমর্থ হয়েছে ডিজটাল চোরেরা। প্রচলিত হ্যাকিংয়ের বদলে তারা ক্যাশ মেশিন কেটে ইউএসবি ড্রাইভের মাধ্যমে ম্যালওয়্যার প্রবেশ করিয়েছে। এই ম্যালওয়্যার এটিএম কার্ড ব্যবহারকারীদের নানা তথ্য পেঁৗছে গেছে চোরের হাতে। জার্মানিতে অনুষ্ঠিত হ্যাকার-থিমড চ্যাওস কম্পিউটিং কংগ্রেসে ইউরোপের একটি ব্যাংকের অর্থ চুরি করে নেওয়ার বিষয়টি প্রকাশ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একদল গবেষক চুরির এ ঘটনা প্রকাশ করেছে। গবেষকরা জানান, হ্যাকিংয়ের মাধ্যমে অর্থের পরিমাণ জানা যায় বলে হ্যাকার বা চোরেরা বেশি অঙ্কের অর্থ এটিএমে হামলা চালায়। তারা দলবদ্ধ হয়ে কাজ করে এবং একের পর এক মেশিন থেকে অর্থ তুলে নেয়। গত জুলাই মাসে হ্যাকিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি এটিএম থেকে অর্থ চুরির ঘটনা ঘটে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ অনুসন্ধানের পর দেখতে পায়, ডিজিটাল চোরেরা ইউএসবি স্টিক ব্যবহার করে ক্যাশ মেশিনটিতে প্রবেশ করতে সক্ষম হয়। এই স্টিকে ম্যালওয়্যার ছিল, যা পরবর্তী সময়ে এটিএম মেশিনে ইনস্টল হয়ে যায়। কোনো ব্যাংকের একটি মেশিনে ম্যালওয়্যারটি ইনস্টল হলে ব্যাংকের পুরো এটিএম সিস্টেমটি আক্রান্ত হয়ে পড়ে।

No comments

Powered by Blogger.