অবরোধের সমর্থনে ১৮ দলের বিক্ষোভ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ১৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :
রাজবাড়ী :স্থানীয় রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, এবিএম মঞ্জুরুল আলম দুলাল, রোকন চৌধুরী, চৌধুরী আহসানুল করিম, গাজী আহসান হাবীব প্রমুখ।
বাগেরহাট :জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, ওলিউজ্জামান মোজা, আসাদুজ্জামান, সুজা উদ্দিন মোল্লা সুজন, আবুল কালাম আজাদ বুলু, শেখ ইদ্রিস আলী, সেলিম ভুইয়া, লেন্টু সিকদার, জাকির হোসেন প্রমুখ।
নাটোর :মঙ্গলবার নাটোর শহরের স্টেশন বাজার, দত্তপাড়া, রামাইগাছি, মোহনপুর ও পিটিআই মোড় এলাকায় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি রহিম নেওয়াজ, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার, নাসিম খান, শহিদুল ইসলাম বাচ্চু, নজরুল ইসলাম খোকন, মকবুল হোসেন, জামাল হোসেন প্রমুখ।
সিলেট :সিটি পয়েন্টে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবদুর রাজ্জাক। মতিউল বারী চৌধুরী খুর্শেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশিক উদ্দিন আশুক, সামসুজ্জামান জামান, এটিএম ফয়েজ, সরোয়ার আহমদ, ফরহাদ চৌধুরী শামীম, মুজিবুর রহমান মুজিব, নাজিম উদ্দিন লস্কর, অধ্যাপক আজমল হোসেন রায়হান প্রমুখ।
চাঁদপুর :জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সলিমুল্লা সেলিমের নেতৃত্বে মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
চাটখিল (নোয়াখালী) :পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসানুল হক মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পরে আনিতাস পেট্রোলপাম্প চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন আলাউদ্দিন ভূঁইয়া, আহসানুল হক মাসুদ, জামায়াত নেতা মাওলানা মনিরুজ্জামান, নজরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
জামালপুর :জামালপুর মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ওয়ারেছ আলী মামুন, আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, ফিরোজ মিয়া, মাঈনউদ্দিন বাবুল, সজীব খান প্রমুখ।
মৌলভীবাজার :কুসুমবাগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইয়ামীর আলী, মতিন বক্স, হেলু মিয়া, আলাউদ্দিন শাহ, ফখরুল ইসলাম প্রমুখ। অন্যদিকে, বিএনপির আরেকটি সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভিপি মিজান, স্বাগত কিশোর দাশ চৌধুরী,গাজী মারুফ প্রমুখ।
মদন (নেত্রকোনা) :উপজেলা বিএনপির সভাপতি এমএ হারেছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এন আলম, আবু তাহের আজাদ, চন্দন, মুজিবুর রহমান চৌধুরী, সাইফ আহম্মেদ সেকুল প্রমুখ।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) :উপজেলা যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও আবুল কালাম মলি্লক।
দিনাজপুর : মিছিলে জেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মিন্টু, আখতারুজ্জামান জুয়েল, রকিব উদ্দিন চৌধুরী মুন্না প্রমুখ অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম : ১৮ দলের বিক্ষোভ মিছিল ঘোষপাড়ায় এলে পুলিশ আটকে দেয়। এ অবস্থায় দলীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান মোস্তফা, আবদুল আজিজ, শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, আবদুল মতিন ফারুকী প্রমুখ।
পাবনা :দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসার সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ তুহিন, অধ্যাপক আবদুল গাফফার, মোসাব্বের হোসেন সঞ্জু, রেজাউল করিম, জহুরুল ইসলাম, আবদুর রব, ফজলুর রহমান, সেলিম সরদার, আজম প্রামাণিক প্রমুখ।

No comments

Powered by Blogger.