রানরেটে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২৫ রানে ১ উইকেট নেন আবু হায়দার রনি; কিন্তু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ
সব মঞ্চই প্রস্তুত ছিল। প্রথম দুই ম্যাচ জিতে এগিয়েও গিয়েছিলেন বাংলাদেশের যুবারা। যে শ্রীলংকার জন্য এই ম্যাচটা ছিল বাঁচামরার, তারাও চ্যালেঞ্জটা জিতল। বাংলাদেশ হারল ২ উইকেটে। হারলেও তেমন ক্ষতি হতো না। কিন্তু ক্ষতি করে দিল উপর্যুপরি পর্যুদস্ত মালয়েশিয়া! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের ফলাফল এসেছে লংকান ইনিংসের ১১ বল বাকি থাকতে। কিন্তু আফগানিস্তান-মালয়েশিয়া ম্যাচটা শেষ হয়েছে ২৬.৪ ওভারে। এর মধ্যে আফগানরা ৩.২ ওভারেই ৪১ রানের লক্ষ্যে পেঁৗছে মালয়েশিয়ানদের হারিয়ে দিয়েছে ১০ উইকেটে। বাংলাদেশের তাতেই স্বপ্নভঙ্গ! রানরেটে কাটা পড়ে এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট থেকে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়ে গেল প্রথম দুই ম্যাচে গ্রুপ-শীর্ষে থাকা বাংলাদেশ! গতকাল আবুধাবিতে টসে জিতে ব্যাট করে বাংলাদেশ ৬ উইকেটে ২০৩ রান তোলে। সর্বোচ্চ ৬২ (৮৮ বলে) রান করেন পাঁচ নম্বরে নামা নাজমুল হোসেন। চারে নামা মোসাদ্দেক হোসেন (৩২) ও ছয়ে নামা ইয়াসির আলী (৩৩) তাকে যোগ্য সাহচর্য দিলে বাংলাদেশ দুইশ'র ঘর অতিক্রম করে। শ্রীলংকার পক্ষে সেরা বোলিং সাফল্য রমেশ মেন্ডিসের (২২/২)। জবাবে শ্রীলংকা তিন নম্বর ব্যাটসম্যান কুশল মেন্ডিসের পুরোপুরি ১০০ রানের সেঞ্চুরি ও প্রিয়মল পেরেরার অপরাজিত ৬২ রানের সুবাদে ১১ বল বাকি থাকতেই ৮ হারিয়েও লক্ষ্যে পেঁৗছে যায়। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে সেরা সাফল্য নাহিদুজ্জামানের (২৭/২)। এই গ্রুপ থেকে শ্রীলংকা-আফগানিস্তান-বাংলাদেশের তিন ম্যাচে দুটি করে জয় হলেও (+১.০৭৩) রানরেটে বাংলাদেশ হয় তৃতীয়। শ্রীলংকা (+১.৭২২) ও আফগানিস্তান (+১.১৬১) সেমিতে পেঁৗছেছে। অন্য গ্রুপ থেকে তিন ম্যাচ জিতে পাকিস্তান ও দুই ম্যাচ জিতে ভারত পেঁৗছেছে সেমিতে। গতকাল পাকিস্তান (২৫৩/৮) চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে (২৫০/৭) ৩ বল থাকতে ২ উইকেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।

No comments

Powered by Blogger.