জাতীয়তাবাদী আইনজীবীদের আদালত বর্জন

সুপ্রিম কোর্ট চত্বরে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারাদেশে আদালত বর্জন কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বরিশাল : বরিশালে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা আদালতের কোনো কার্যাক্রমে অংশ নেননি। আদালত বর্জনকারীরা জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবর রহমান নান্টু, কাজী এনায়েত হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, মহসিন মন্টু প্রমুখ।
বাগেরহাট : বাগেরহাটের আইনজীবীরা মিছিল নিয়ে মহাসড়কে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আদালতের প্রধান ফটকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাওলাদার আবদুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন শেখ ওয়াহিদুজ্জামান দিপু, চাকলাদার আকরাম হোসেন, আসাদুজ্জামান, আবদুল ওয়াদুদ মুক্তা, এনায়েত হোসেন, এসকেন্দার হোসেন প্রমুখ।
সিলেট : সিলেটে আদালত চত্বরে মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, আবদুল গাফফার, আতিকুর রহমান সাবু, নাসিরুজ্জামান নাজিম, মহসিন আহমদ চৌধুরী, কামাল হোসেন, আল আসলাম মুনিম, জিয়া উদ্দিন নাদের, আলিম উদ্দিন, বদরুল আহমদ চৌধুরী, আনোয়ার হোসেন, শফিউল আলম, দেলওয়ার হোসেন শামীম, আবদুর রব প্রমুখ।
মাগুরা : জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি মোকাদ্দেস হোসেন, ময়েন উদ্দিন, ওমর ফারুক, শাখায়াত হোসেন, আ. রশিদ, শাহেদ হাসান টগর, কাজী মিনহাজসহ অন্যরা।
কুড়িগ্রাম : স্থানীয় আইনজীবী সমিতি কার্যালয়ে ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রেহেনা খানম বিউটি, মোখলেছুর রহমান, রেজাউল কবির দুলাল ও মাহবুবা আক্তার চুমকি প্রমুখ।
সুনামগঞ্জ : জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে বের হওয়া আইনজীবী ঐক্য পরিষদ মিছিল শেষে সমাবেশ হয়।

No comments

Powered by Blogger.