ডিএসইর পরিচালক নির্বাচন ১২ ফেব্রুয়ারি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী বিদ্যমান শেয়ারহোল্ডাররা তাদের মধ্য থেকে সরাসরি ভোটে চারজনকে পরিচালক পদে নির্বাচন করবেন। ডিএসই সভাপতি আহসানুল ইসলাম টিটো এ তথ্য জানিয়েছেন। গত মঙ্গলবার রাজধানীর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এদিকে গতকাল ডিএসইর নির্বাচন কমিশন পরিচালক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। স্কিম অনুযায়ী, বাকি সাত স্বতন্ত্র পরিচালক পদে ১৪ জনের নাম মনোনয়ন করবে ডিএসই পর্ষদ। পরিচালক পদে নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি ঢাকার ওয়েস্টিন হোটেলে স্টক এক্সচেঞ্জটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ডিমিউচুয়ালাইজেশনের স্কিম অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি স্বতন্ত্র পরিচালকদের প্রাধান্য রেখে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হবে। এর মাধ্যমে ওই দিনই ডিমিউচুয়ালাইজেশনের সব প্রক্রিয়া সম্পন্ন হবে। এ জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

No comments

Powered by Blogger.