দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বুধবার মানববন্ধন করে রাজশাহী
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত-শিবিরকর্মীদের হামলা-ভাংচুর ও নির্যাতনের শিকার হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এর প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর_
যশোর :অভয়নগরের চাপাতলা মালোপাড়াসহ দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। বুধবার প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন ও উদীচী যশোরের সাধারণ সম্পাদক ডিএম শাহিদুজ্জামান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোরের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক কাজী আবদুস শহীদ লাল, জাসদের সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দৌলা, সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা প্রমুখ। গোপালগঞ্জ :টুঙ্গিপাড়ায় নির্বাচন-পরবর্তী সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ভাংচুর, অগি্নসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বালাডাঙ্গা গ্রাম থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শৈলেন্দ্র নাথ মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল হালিম, ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস, নির্মল বিজয় বালা, তুষার কান্তি বাইন, সঞ্জয় বালা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
রাবি :দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর বিএনপি ও জামায়াত-শিবিরের নেতৃত্বে তাণ্ডব ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী পরিষদ। বুধবার সিনেট ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক আবদুর রহমান, অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, অধ্যাপক সুলতান-উল-ইসলাম, জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম :চট্টগ্রামে সমাবেশ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ (সিইউজে) বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি শহীদ উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, ডা. মাহফুজুর রহমান, ডা. একিউএম সিরাজুল ইসলাম, মহসীন চৌধুরী, আসিফ সিরাজ, রিয়াজ হায়দার, ডা. বিনয় ভূষণ চৌধুরী, চৌধুরী ফরিদ, শওকত বাঙ্গালী প্রমুখ। বিকেলে প্রেস ক্লাবের সামনে 'যে হও বাঙালি তুমি রুখিয়া দাঁড়াও' শিরোনামে মানববন্ধন করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম। এতে বক্তব্য রাখেন ড. মাহবুবুল হক, সরোজ কুমার সিংহ হাজারী, আবু সুফিয়ান, অরুণ দাশগুপ্ত প্রমুখ।
রাজশাহী :মানবববন্ধন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন। বুধবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, সোনার দেশের সম্পাদক অধ্যাপক ফজলুল হক, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জাবীদ অপু প্রমুখ।
কুড়িগ্রাম :বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা এবং নির্যাতনের প্রতিবাদে বুধবার কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বর এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। এখানে জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডল, ওবায়দুর রহমান, রাশেদুজ্জামান বাবু ও পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।
গলাচিপা (পটুয়াখালী) :নির্বাচন-উত্তর সহিংসতা ও সংখ্যালঘুদের নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা থানার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. মাহাবুব আলম। বক্তব্য রাখেন ওসি শিশির কুমার পাল, সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনিন্দ্র চন্দ্র পাল, কালীবাড়ি কমিটির সভাপতি সুনীল কুণ্ড, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ পাল, সাংবাদিক সমিত কুমার দত্ত মলয়, কাউন্সিলর সুশীল চন্দ্র বিশ্বাস, সমীর কৃষ্ণ পাল, ব্যবসায়ী তাপস দত্ত, বিশ্বজিৎ পোদ্দার প্রমুখ।
মৌলভীবাজার :প্রতিবাদে সিপিবি-বাসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সিপিবি নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক নিলিমেশ ঘোষ বলু, জেলা সিপিবি নেতা রমাপদ ভট্টাচার্য্য, বাসদের সদস্য সচিব মামুনুর রশিদ সুহেল, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আহমদ আফরোজ, ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
সিলেট :মুক্তমনা ও প্রগতিবাদী সংগঠন 'জাতীয় স্বার্থে আমরা তারুণ্য' গতকাল নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন চলাকালে প্রগতিশীল ছাত্রনেতা পাপলু বাঙ্গালীর পরিচালনায় বক্তব্য রাখেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, মুক্তিযোদ্ধা কবি তুষার কর, সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক রতন দেব, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্রনেতা প্রণবজ্যোতি পাল, অরুপ দাস ও দীপংকর দাশগুপ্ত।
মানিকগঞ্জ :বুধবার স্থানীয় প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখা। মানববন্ধন চলাকালে জেলা শাখার আহ্বায়ক বাসুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকটে আজাহারুল ইসলাম, সাবেক উপসচিব ইসকনের জেলা শাখার সভাপতি গুরুদাশ রাজবংশী প্রমুখ।
গাজীপুর :আইনজীবী ঐক্য পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বিজন কুমার ধর, অখিলচন্দ্র পাল, সুষমা রানী মণ্ডল, রঞ্জিত কর, সাধন চন্দ্র শীল, নৃপেন কুমার দাস, রিপন চন্দ্র সরকার, সুস্মিতা দাস, লিটন কুমার সরকার, প্রণব কুমার সরকার, ধীরেন চন্দ্র সরকার, মনোজ কুমার দাস ও তুষার কুমার মণ্ডল প্রমুখ। পরে একটি মৌন মিছিল বের করা হয়।
জামালপুর :জামালপুর সম্প্রীতি মঞ্চের উদ্যোগে মশাল মিছিল বের হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড় এলাকায় শেষ হয়।

No comments

Powered by Blogger.