ভেনিজুয়েলায় মেয়ের সামনে সাবেক সুন্দরীকে হত্যা

সাবেক মিস ভেনিজুয়েলা মোনিকা স্পেয়ার (২৯) এবং তার ব্রিটিশ স্বামী থমাস বেরি (৩৯) ভেনিজুয়েলায় গুলিতে নিহত হয়েছেন। এ সময় তাদের পাঁচ বছরের মেয়ে আহত হন। মঙ্গলবার রাতে ভেনিজুয়েলার মেরিদা শহর থেকে রাজধানী কারাকাসে ফেরার সময় এ ঘটনা ঘটে বলে বুধবার জানিয়েছে বিবিসি। ভেনিজুয়েলোর ভ্যালেন্সিয়া-পুয়ের্তো ক্যাবোলো মহাসড়কে সংঘটিত এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোপ অপেরার অভিনেত্রী মোনিকা ২০০৪ সালে মিস ভেনিজুয়েলা হয়েছিলেন। তাদের আহত শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শিশুটির পায়ে গুলি লেগেছে। মোনিকা ও তার স্বামী ব্যর্থ ডাকাতির ঘটনার শিকার বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভেনিজুয়েলার তদন্ত পুলিশের প্রধান জোসে গ্রিগোরিও সিয়েরালতা জানিয়েছেন, মঙ্গলবার রাতে মোনিকা ও বেরি মেরিদা থেকে কারাকাসে ফেরার সময় রাস্তায় ফেলে রাখা তীক্ষè কোনো কিছুর আঘাতে তাদের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। গাড়ির পেছনের একপাশের দুটি চাকাই এ অবস্থার শিকার হয় বলে জানিয়েছেন তিনি। ভেনিজুয়েলার এল ইউনিভার্সাল সংবাদ জানিয়েছে, এ পরিস্থিতিতে সাহায্যের আশায় রাস্তায় ৪৫ মিনিট ধরে অপেক্ষা করেন তারা। এক পর্যায়ে গাড়িতে দড়ি বেঁধে টেনে এগিয়ে যেতে থাকেন তারা। এ সময় পাঁচজনের একটি দল এসে তাদের থামতে বলে। না থেমে দৌড়ে নিজেদের গাড়ি ভেতর লুকিয়ে পড়েন তারা,
কিন্তু তাদের লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই মোনিকা ও তার স্বামী নিহত হন, আর তাদের কন্যা মায়ার পায়ে গুলি লাগে। নিহত দম্পতি যুক্তরাষ্ট্রে বসবাস করতেন এবং ছুটি কাটাতে ভেনিজুয়েলায় যেতেন। বেরি শিশু বয়সেই ভেনিজুয়েলা চলে গিয়েছিলেন বলে জানা গেছে। হত্যাকাণ্ডে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ ভেনিজুয়েলা। দেশটিতে প্রায়ই ডাকাতি ও অপহরণের মতো ঘটনা ঘটে থাকে। কিন্তু এই হত্যাকাণ্ডে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিক্রিয়ায় ভেনিজুয়েলার জনগণের ওপর হামলাকারীদের ‘কঠোর হস্তে’ দমনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। মোনিকা দম্পতি নিহত হওয়ার ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। বিরোধীদলীয় প্রধান হেনরিক ক্যাপ্রিলেস এক টুইটার বার্তায় বলেছেন, ‘নিকোলাস মাদুরো, আমি প্রস্তাব করছি, আসুন আমরা আমাদের গভীর বিভেদ একপাশে রেখে একসঙ্গে, একযোগে দুর্বল আইন-শৃংখলা পরিস্থিতির মোকাবেলা করি।’

No comments

Powered by Blogger.