বিশ্বব্যাংকের ফিরে আসা ইতিবাচক: বিএনপি

পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংকের রাজি হওয়াকে ইতিবাচক বলে মনে করছে বিএনপি। দলটির মুখপাত্র ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পদ্মা সেতু হোক, আমরাও চাই।
সে কারণেই পদ্মা সেতুতে ঋণ দেওয়ার জন্য বিশ্বব্যাংকের ফিরে আসাটাকে আমরা ইতিবাচক হিসেবে নিয়েছি।’
গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ছাত্রদলের নতুন কমিটির নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমরা আগে থেকেই বলে আসছি, বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়া পদ্মা সেতু নির্মাণ সম্ভব হবে না। এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ আসার পরপরই সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিত, তা হলে ১০ মাস সময় নষ্ট হতো না।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারকে এখন প্রতিশ্রুতি দিতে হবে, এ খাতে আর কোনো দুর্নীতি ও অনিয়ম হবে না। আর ইতিপূর্বে এ প্রকল্পের দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত ছিল, তাদের নাম প্রকাশ করতে হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নেই’ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এখন দলীয় লোকের মতো কাজ করেন। এ কারণে দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের পথে। প্রতিহিংসা ও হত্যার রাজনীতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে বলেও আশা করেন তিনি।’
ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক রাজীব আহসান ও মহানগর দক্ষিণের সভাপতি ইসহাক সরকার প্রমুখ।

No comments

Powered by Blogger.