নগর সম্প্রসারণে ৭০০ পাহাড় কেটে ফেলবে চীন

নগর সম্প্রসারণ করতে গিয়ে প্রায় ৭০০ পাহাড় কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে চীন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের লানসো শহরের আয়তন বাড়াতেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটেশ পত্রিকা গার্ডিয়ান।
পত্রিকাটি জানায়, ৫০০ বর্গমাইলের লানসো চীনের গানসু প্রাদেশের রাজধানী। সরকার প্রদেশের উৎপাদন বাড়াতে লানসোকে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে চীন গত আগস্টে 'লানসো প্রজেক্ট' নামের একটি প্রকল্প অনুমোদন করে। প্রকল্পে শহরটির আয়তন ১০ বর্গমাইল বাড়নোর কথা বলা হয়। সে ক্ষেত্রে প্রকল্প লানসোর পাশের ৭০০টি পাহাড় কেটে সমতল করার অনুমোদন দেয়। এ জন্য ব্যয় ধরা হয় ২২০ কোটি পাউন্ড। আর এই কাজ দেওয়া হয় 'চায়না প্যাসিফিক কনস্ট্রাকশন গ্রুপ' নামের একটি বেসরকারি কম্পানিকে। কম্পানিটি আগামী অক্টোবরে কাজ শুরু করবে।
চীনের জাতীয় উন্নয়ন ও পুনর্গঠন কমিশনের সাবেক এক কর্মকর্তা বলেন, লানসোতে এমনিতেই তীব্র পানি সংকট। তাই প্রকল্পটি এমন জায়গায় করা উচিত ছিল যেখানে পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে।

No comments

Powered by Blogger.