নির্দলীয় সরকার নিয়ে মওদুদের বক্তব্য ব্যক্তিগত: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় সরকারের রূপরেখা নিয়ে তাঁদের দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বক্তব্য দলীয় নয়, ব্যক্তিগত। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার দলের যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন।


জাতীয় প্রেসক্লাবে গত শনিবার এক আলোচনা সভায় মওদুদ আহমদ বলেন, নির্দলীয় সরকারের রূপরেখা তাঁদের দল তৈরি করছে।
মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাঁদের সুনির্দিষ্ট প্রস্তাব আছে। তবে নির্দলীয় সরকার নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। সময় হলে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার নিয়ে কথা বলেছেন। এ নিয়ে সুস্পষ্ট কিছু বলেননি। তাঁদের পক্ষ থেকে কোনো প্রস্তাবও দেওয়া হয়নি। তাই এ নিয়ে মাথা ঘামানোর কারণ নেই। এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ঈদের পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাঁদের দল কর্মসূচি পালন করবে। এখনো কর্মসূচি চূড়ান্ত হয়নি।
গতকালের যৌথসভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পতাকা উত্তোলনসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে ছাত্রদল। ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তির দিনটিও পালনের সিদ্ধান্ত হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.