সর্বাধিক প্রেক্ষাগৃহে ‘খোদার পরে মা’

১৫ দিন আগেও কেউ জানত না শাহীন-সুমনের ‘খোদার পরে মা’ চলচ্চিত্রটি এবারের ঈদে মুক্তি পাবে। কারণ, তখনো এটি সেন্সরেও জমা পড়েনি। অথচ দুই সপ্তাহের মধ্যে শুধু সেন্সর ছাড়পত্রই নয়, এবার ঈদে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।

‘খোদার পরে মা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যুগল পরিচালক শাহীন-সুমন। পরিচালকের দেওয়ার তথ্যমতে, প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ঈদের ছয়টি চলচ্চিত্রের মধ্যে শাকিব খান অভিনীত ‘খোদার পরে মা’ সর্বাধিক ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
পরিচালকদের সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি নিয়ে প্রেক্ষাগৃহের মালিকদের বেশ আগ্রহ লক্ষ করা গেছে। সে কারণেই এটি ৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। পরিচালকদের একজন বলেন, প্রযোজকের ইচ্ছা ছিল ঈদে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার। তাই দিনরাত পরিশ্রম করে এর কাজ শেষ করতে হয়েছে।’
অনেকেই বলছেন এ চলচ্চিত্রই এবারের ঈদে শাকিব খানের সবচেয়ে বড় বাজি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাহারা। আর মা চরিত্রে রয়েছেন ববিতা। অনেক দিন পর মুক্তি পেল ববিতার ছবি।
এবারের ঈদে আরও মুক্তি পেয়েছে, এফ আই মানিকের ‘মাই নেম ইজ সুলতান’, সাফিউদ্দিন সাফির ‘ঢাকার কিং’, সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’, অনন্য মামুনের ‘মোস্ট ওয়েলকাম’ ও আশরাফুর রহমানের ‘তুমি আসবে বলে’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চারটি চলচ্চিত্রের অভিনেতা শাকিব খান। এ ছাড়া চলচ্চিত্রগুলোর অন্য অভিনয়শিল্পীরা হলেন অপু বিশ্বাস, নিপুণ, তিন্নি ও নীরব।

No comments

Powered by Blogger.