বিদ্রোহীদের ধরতে দামেস্কে ব্যাপক অভিযান

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল সোমবার সকাল থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনী। দামেস্কের যেসব এলাকায় বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি রয়েছে, সেসব স্থানে ব্যাপক গোলাবর্ষণ করেছে সেনারা।


এদিকে ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বিমানটি সিরীয়বিমানবাহিনীর বলেতাঁরা দাবি করেছে। পাইলটকে জীবিত অবস্থায়উদ্ধার করা হয়েছে।
শহরের কেন্দ্রস্থলের বিভিন্ন আবাসিক এলাকায় বাড়ি-বাড়ি তল্লাশি চালানো হয়েছে। বিদ্রোহীদের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে শহরের দোকানে-দোকানে তল্লাশি অভিযান চালিয়েছে সেনারা। এসব অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে বহু মানুষ।
সিরিয়ার সরকারবিরোধী সূত্র দাবি করেছে, গত বছর মার্চে প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে গণ-আন্দোলন শুরু হওয়ার পর দামেস্কে এটিই সবচেয়ে বড় সামরিক অভিযান।
সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকে মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লোকাল কো-অর্ডিনেশন কমিটি (এলসিসি) জানিয়েছে, গতকাল প্রাথমিক খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হামলায় ১০ জন বেসামরিক ব্যক্তি ও দুই বিদ্রোহী নিহত হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় দারা শহরে চার বেসামরিক ব্যক্তি নিহত হয়। গত রোববার সিরিয়াজুড়ে সহিংসতায় ১৪৬ জন নিহত হয়েছে।
সিরিয়া পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল সৌদি আরবের জেদ্দা শহরে জরুরি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস বলেন, অব্যাহত সহিংসতার ফলে সিরিয়ায় উদ্বেগজনকভাবে মানবিক পরিস্থিতির অবনতি ঘটছে। এএফপি।

No comments

Powered by Blogger.