ভারতে তীর্থযাত্রীবাহী ট্রাক খাদে নিহত ১৬

ভারতের কাশ্মীরের সাম্বা এলাকায় তীর্থযাত্রীবাহী একটি ট্রাক গভীর গিরিখাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে ৩০ জনের বেশি তীর্থযাত্রী ছিল। পুলিশ গতকাল শুক্রবার এ কথা জানায়।


পুলিশ জানিয়েছে, অমরনাথ গুহা থেকে ফেরার পথে কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মু থেকে ৫০ কিলোমিটার দূরে তীর্থযাত্রীরা ওই দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ট্রাকটি সাস্বা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৯ জন নিহত হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা লাশ উদ্ধার করে এবং আহত ব্যক্তিদের জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে আরো সাতজন মারা যায়।
চলতি মাসে অমরনাথ তীর্থস্থান থেকে ফেরার পথে এ নিয়ে দুবার বড় ধরনের দুর্ঘটনা ঘটল। এর আগে গত ১৪ জুলাই যাত্রীবাহী একটি বাস গিরিখাদে পড়ে ১৫ জন তীর্থযাত্রী নিহত হয়। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.