'ভারতের রেলওয়ে বিশ্বের সবচেয়ে বড় টয়লেট'

ভারতের রেলওয়েকে বিশ্বের 'সবচেয়ে বড় খোলা টয়লেট' হিসেবে অভিহিত করেছেন সে দেশের গ্রামীণ উন্নয়ন বিষয়ক মন্ত্রী জয়রাম রমেশ। গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিলি্লতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রমেশ বলেন, 'ভারতের ১৩ কোটি মানুষের কোনো টয়লেট নেই।


তারা যত্রতত্র মল-মূত্র ত্যাগ করে। আর এ থেকে আবর্জনা ছড়িয়ে পড়ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জা, যন্ত্রণা, দুঃখ ও ক্ষোভের বিষয়।' এ জন্য মন্ত্রী এক লাখ পরিবেশবান্ধব টয়লেট তৈরি করে দেওয়ার প্রস্তাব করেছেন। এতে ব্যয় হবে ১১৫ কোটি রুপি।
মন্ত্রী আরো বলেন, 'স্যানিটেশনের আরেকটি সমস্যার দিক হলো ট্রেন। এটা বিশ্বের সবচেয়ে বড় শৌচাগার। প্রতিদিন গড়ে এক কোটি ১০ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করে। আমাদের সবার জানা, ট্রেনের টয়লেটের কী অবস্থা।' ট্রেনের টয়লেটের উন্নয়নের জন্য ৫০ হাজার নতুন কোচ ট্রেনের সঙ্গে সংযোগের প্রস্তাব দিয়েছেন তিনি। এ কাজে ব্যয় হবে ৫০০ কোটি রুপি।
প্রসঙ্গত, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীও রমেশ। সূত্র : জিনিউজ, এএফপি।

No comments

Powered by Blogger.