গেমস-পশুর চিকিৎসক by সুমন পাটওয়ারী

অবোধ জীবজন্তুদের ভালোবাসার কাজটা ছোটবেলা থেকে শুরু করা উচিত। সেই কাজটা ভালোভাবে করা যায়, আপনি যদি নিজেকে একজন পশুর চিকিৎসক হিসেবে গড়ে তুলতে পারেন। তবে সবার পক্ষে তো পশুর চিকিৎসক হওয়া সম্ভব নয়।


তাই এই অসম্ভব কাজকে সম্ভব করে তোলার জন্য টেক টু ইন্টারঅ্যাকটিভ তৈরি করেছে কম্পিউটার গেমস ওয়াইল্ড অ্যানিমেল হসপিটাল। এখানে গেমারকে খেলতে হবে একজন পশু চিকিৎসক হিসেবে, যার কাজ হচ্ছে বাচ্চা হাতি, জেব্রা, সিংহসহ বিভিন্ন প্রাণীর শুশ্রূষার দায়িত্ব নেওয়া। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে রোগের আসল কারণ বের করা। সঙ্গে সঙ্গে তাদের খাবার-দাবারের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে। দরকার হলে তাদের সঙ্গে খেলাধুলা করবে। আর এসব কাজ সফলভাবে করতে পারলে দিন দিন খ্যাতি ছড়িয়ে পড়বে গেমারের। তাতে দিন দিন পশু চিকিৎসক হিসেবে সাফল্যের পালক যুক্ত হবে গেমারের পেশায়। গেমসটি দুভাবে খেলা যাবে। ইচ্ছা করলে গল্পনির্ভর কাহিনি ধরে এগিয়ে যাওয়া যাবে কিংবা ইচ্ছামতো ঘুরেফিরে খেলা যাবে।

No comments

Powered by Blogger.