সংসদ অধিবেশনের এক দিন by পাভেল হায়দার চৌধুরী

গল্প-গুজব, অধিবেশন কক্ষে পায়চারি, পত্রিকা পড়া, নিজ আসন ছেড়ে অন্য আসনে গিয়ে বসা- এসব করেই জাতীয় সংসদ অধিবেশনে সময় পার করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশির ভাগ সদস্য। রাষ্ট্রপতির বক্তৃতার ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর নিজ দলের বক্তাদের আলোচনাও শোনেন না অন্যরা। কেমন একটা গা-ছাড়া ভাব।


এ অবস্থা প্রায়ই লক্ষ করা যায় অধিবেশন কক্ষে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসদের কার্যপ্রণালি বিধিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, সংসদ অধিবেশন চলাকালে কোনো সদস্য কার্যপ্রণালি বিধিবহির্ভূত কোনো আচরণ করতে পারবেন না; যদিও এ ধরনের বিধিবিধান সব সময় লঙ্ঘন করছেন সদস্যরা।
গতকাল সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তৃতার ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় এ চিত্র দেখা গেছে। মন্ত্রিসভার একাধিক সদস্যসহ সিনিয়র সংসদ সদস্যরাও এভাবে অধিবেশন কক্ষে সময় কাটান। অধিবেশনের শুরুর দিকে সামনের সারিতে কয়েকজন থাকলেও সিনিয়র সদস্যদের উপস্থিতি কমতে থাকে।
গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যখন বক্তৃতা করছিলেন ওই সময় সংসদে বিশৃঙ্খল পরিস্থিতি বেশি লক্ষ্য করা যায়। শিক্ষা ক্ষেত্রে সরকারের উন্নতি সাধন ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি যখন কথা বলছিলেন তখন দলের বেশ কয়েকজন সংসদ সদস্য গল্প-গুজব, অধিবেশন কক্ষে পায়চারি, পত্রিকা পড়া, নিজ আসন ছেড়ে অন্য আসনে গিয়ে বসে সময় পার করছিলেন। তাঁদের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদকে অন্য আসনে গিয়ে বসে থাকতে দেখা যায়। সামনের সারিতে বসে অ্যাডভোকেট ফজলে রাবি্ব মিয়া গল্পে মেতে থাকেন। মাহবুব আরা গিনি, সারা বেগম কবরী, মমতাজ বেগমসহ আরো কয়েকজন মহিলা সদস্যকেও গল্প করতে দেখা যায়। পুরো অধিবেশন কক্ষজুড়ে পায়চারি করতে দেখা যায় মহিলা সংসদ সদস্য তারানা হালিম, সানজিদা খানম, ইলিয়াস উদ্দিন মোল্লা, নুরে আলম চৌধুরী লিটন, শেখ হেলাল উদ্দিন ও আবদুর রহমানকে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সামনের সারিতে বসা বেশ কয়েকজন সংসদ সদস্যকে পড়াশোনায় ব্যস্ত থাকতে দেখা যায়। এ অবস্থা কমবেশি সব সময় থাকলেও গতকালের অধিবেশন কক্ষে বিষয়টি ছিল আরো বেশি লক্ষণীয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য এ সময় অধিবেশনে উপস্থিত ছিলেন না।

No comments

Powered by Blogger.