জাতিস্মর by নাসির আহমেদ

একটি নদীর নাম যদি হয় মধুমতি, তবে সেই নদীও অমর
সে পলিমাটির স্পর্শে বেড়ে উঠেছেন বঙ্গবন্ধু শেখ মজিবর।
একটি গ্রামের নাম যদি হয় টুঙ্গিপাড়া, তবে সেই ভূখণ্ডও স্থায়ী ইতিহাস

মুজিবের পদরেখা প্রথম ছুঁয়েছে সেই মাটির সবুজ দূর্বাঘাস।
সে মাটিরই সি্নগ্ধ কোলে অনন্ত ঘুমের শয্যা পেতেছেন জাতির জনক
টুঙ্গিপাড়া অমরতা পাবে ইতিহাসে, এ তার যথার্থ প্রাপ্য হক।

একটি মাসের নাম যদি হয় মার্চ, তবে সেই শ্রেষ্ঠ মাস
একটি শিশুর জন্ম এমন মাসেই_ যে 'খোকা' জাতির
শ্রেষ্ঠ সন্তান এবং ইতিহাস।
এই মার্চ সেই মার্চ_ রেসকোর্স থেকে বজ্রকণ্ঠের ঘোষণা
আনে 'মুক্তির সংগ্রাম'
পঁচিশের কালরাত, প্রথম প্রহরে ডাক_ 'স্বাধীনতা যুদ্ধ শুরু'
জানিয়ে গেলাম।

এ দেশ স্বাধীন বাংলাদেশ যদি বিশ্বশ্রেষ্ঠ, বিশ্বের বিস্ময়
কৃষক শ্রমিকসহ যে দেশে নারীও যোদ্ধা
একটি ডাকেই হয় সবাই নির্ভয়।
মাত্র ন'মাসের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনে
বিশ্ব পরাশক্তিরও যে নাড়ায় টনক
হাজার বছর ধরে বহমান ইতিহাসে শ্রেষ্ঠ বাঙালি যার
জাতির জনক।

জীবনের চেয়ে যাঁর মৃত্যুর মহিমা-দীপ্ত, তিনি তো অমর
জন্মদিনে মনে হয়_ তিনি বাঙালির আত্মা অনন্তকালের জাতিস্মর।

No comments

Powered by Blogger.