এভরার জয়

আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল। প্যাট্রিক এভরার সাথে হাত মেলালেন না লুইস সুয়ারেজ। তবে আসল কাজ কিন্তু ঠিকই করেছেন এভরার দল। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে লীগের শীর্ষস্থানে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েইন রুনি জোড়া গোল করে দলকে লিড এনে দেন। ৮০ মিনিটে সুয়ারেজ ব্যাবধান কমালেও দরের হার এড়াতে পারেন নি। ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল এভরা-সুয়ারেজ হাতমেলানো নিয়ে। এভরাকে উপেক্ষা করে সুয়ারেজ বিতর্ককে উস্কে দিয়েছেন। প্রথমার্ধ শেষে এ নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশি হস্তক্ষেপে তার সমাধান হয়। অন্যম্যাচগুলোতে এভারটন ২-০ গোলে চেলসি, ফুলহ্যাম ২-১ গোলে স্ট্রোক সিটি, ব্ল্যাকবার্ন ৩-২ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্স , নরউইচ সিটি ৩-২ গোলে সোয়ানসি, উইগান ২-১ গোলে বোল্টন, আর্সেনাল ২-১ গোলে সান্ডারল্যান্ড এবং টটেনহ্যাম ৫-০ গোলের বড় ব্যাবধানে নিউক্যাসল ইউনাউটেডকে হারায়।

No comments

Powered by Blogger.