ফিরে দেখা by ইমরান রহমান

নোবেল জয়ী ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি উইলিয়াম গোল্ডিং ১৯১১ সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের কর্ণওয়ালে জন্মগ্রহণ করেন। 'লর্ড অব দি ফাইলস' উপন্যাস তার একটি বিখ্যাত সাহিত্যকর্ম। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৮৩ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ট্রিলজি গ্রন্হ টু দি এন্ডস অব দি আর্থ'র প্রথম খন্ড রাইটস অব প্যাসেজ লিখে ১৯৮০ সালে তিনি 'বুকার' পুরস্কার লাভ করেন।

উইলিয়ামের জন্ম হয় নানীবাড়িতে। শৈশবের দুরন্ত দিনগুলো তার সেখানেই কাটে। পিতা অ্যালেক গোল্ডিং ছিলেন একজন বিজ্ঞানের শিক্ষক। ১৯৩০ সালে গোল্ডিং অক্সফোর্ড ইউনিভার্সিটির ব্রেজনজ কলেজে আন্ডারগ্রাজুয়েট হিসেবে ভর্তি হন। এখানে তিনি দু'বছর প্রাকৃতিক বিজ্ঞানে পড়াশোনা করেন। অতঃপর ইংরেজি সাহিত্যে ঝুঁকেন। ১৯৩৪ সালে তিনি বিএ (অনার্স) পাস করেন। এর পরের বছর তার প্রথম গ্রন্হ 'পয়েমস' প্রকাশিত হয়। ১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর অ্যান ব্রুকফিল্ডের সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। ২য় বিশ্বযুদ্ধকালে ব্রিটেনের শক্তিশালী নৌবাহিনী রয়্যাল নেভির হয়ে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়া নরম্যান্ডি আক্রমণকালে একটি ল্যান্ডিং শিপের নেতৃত্ব দেন। যুদ্ধ শেষে তিনি শিক্ষকতা ও লেখালেখিতে আবার মনোনিবেশ করেন। ১৯৯৩ সালের ১৯ জুন কর্নওয়ালের পেরানারওয়ার্থলে মৃত্যুবরণ করেন উইলিয়াম গোল্ডিং।

No comments

Powered by Blogger.