ফিরে দেখাঃ রাজা চতুর্থ জেমস

৫৩১ সালের ৯ সেপ্টেম্বর পরলোকগমন করেন স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস। তাকে স্কটল্যান্ডের সবচেয়ে সফল রাজা হিসেবে বিবেচনা করা হয়। জেমসের জন্ম হয় ১৪৭৩ সালের ১৭ মার্চ স্কটল্যান্ডের ষ্টার্লিং ক্যাস্লে। তার বাবা ছিলেন রাজা ৩য় জেমস এবং মা মার্গারেট অব ডেনমার্ক। সম্রাট হিসেবে রাজা তৃতীয় জেমসের তেমন কোনো জনপ্রিয়তা ছিল না এবং তাকে দুটি বড় ধরনের বিদ্রোহের মুখোমুখি হতে হয়।

এ অবস্থায় দ্বিতীয় বিদ্রোহের সময় জেমসকে (চতুর্থ) তাদের নেতা হিসেবে ঘোষণা দেয়। ১৪৮৮ সালের ১১ জুন সচিবার্নের যুদ্ধে বিদ্রোহ দমনকালে রাজা তৃতীয় জেমস নিহত হন। এ অবস্থায় সিংহাসনের ভার নেন চতুর্থ জেমস। সেই সঙ্গে পিতৃহত্যার পরোক্ষ দায় মেনে নিয়ে তিনি অনুতপ্ত হন। এর প্রায়শ্চিত্ত করতে বাকি জীবন তিনি কোমরে লোহার শক্ত আটসাঁট চেইন পরতেন। জেমসের সত্রী ছিলেন মার্গারেট টিউডর। শাসক হিসেবে চতুর্থ জেমস সাফল্য ও দক্ষতার প্রমাণ দেন। তারপরও বিদ্রোহ তাকে তাড়া করে বেড়ায়। ১৪৮৯ সালে আরেকটি বিদ্রোহ তিনি দমন করেন শক্ত হাতে। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে সংঘটিত ফ্লডেনের যুদ্ধে তিনি নিহত হন। -ইমরান রহমান

No comments

Powered by Blogger.