ফিলিস্তিনের সাহায্য আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের জন্য প্রায় ২০ কোটি ডলারের একটি সাহায্য প্রকল্প আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মার্কিন অর্থবছরে এ সাহায্য দেওয়ার কথা ছিল। কিন্তু ওই অর্থবছরের শেষ দিন গতকাল শনিবার পর্যন্ত এই অর্থ ছাড় করা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বশেষ অধিবেশনে ফিলিস্তিনকে সংস্থাটির সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান মাহমুদ আব্বাস। তাঁর এই দাবিতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া এই তহবিল ছাড় না করায় ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে এই দাবি থেকে সরে না এলে সেটা ঘটার সম্ভাবনা রয়েছে।
দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ২০০৮ সাল থেকে ফিলিস্তিনকে প্রতি বছর গড়ে ৬০ কোটি ডলারের সাহায্য দিয়ে আসছে। আগামী অর্থবছরে এই অর্থ ছাড় না দিতে কংগ্রেসে দাবি উঠেছে।

No comments

Powered by Blogger.