পোর্টল্যান্ড পুলিশ প্রধান ঢাকায়

মিউনিটি পুলিশ সেবা পরিদর্শনে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড অরিগনের পুলিশ ব্যুরোর (পিপিবি) প্রধান মাইকেল রিস। এক সপ্তাহের সফরে শনিবার তিনি ঢাকায় পেঁৗছান। সফরকালে রিস পিপিবি ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যরা কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন করছেন, তা পরিদর্শনে যাবেন। গতকাল রবিবার বিকেলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র বিচার ও পররাষ্ট্র দপ্তর, বিশেষত আন্তর্জাতিক অপরাধ তদন্ত প্রশিক্ষণ সহায়তা কর্মসূচির (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিসটেন্স প্রোগ্রাম-আইসিআইটিএপি) আওতায় পোর্টল্যান্ড পুলিশ ব্যুরোর সঙ্গে অংশীদারত্বে রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশ সদস্যদের অনুশীলনের ব্যবস্থা করা হচ্ছে। রাজশাহীতে অবস্থানকালে পুলিশ প্রধান রিস ও কমিশনার কুইকেন্ডাল প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনের পাশাপাশি প্রশিক্ষণে অংশগ্রহণও করবেন। এ ছাড়া তাঁরা কমিউনিটি ফোরামে অংশগ্রহণ করবেন এবং রাজশাহীর ঊর্ধ্বতন পুলিশ অফিসার ও নাগরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

No comments

Powered by Blogger.