আয়কর রিটার্ন জমার সময় দুই সপ্তাহ বাড়ল

ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় দুই সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সময়মতো রিটার্ন জমা দিতে না পারায় করদাতাদের অনুরোধে গতকাল এ সময়সীমা বাড়ানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর) এম এ কাদের কালের কণ্ঠকে বলেন, রবিবার পর্যন্ত যাঁরা আয়কর রিটার্ন জমা দেননি, তাঁরা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, এ বছর এনবিআর আয়কর দাতাদের কাছ থেকে বেশ সাড়া পেয়েছে।
 তার পরও অনেক করদাতাই সময়মতো রিটার্ন জমা দিতে পারেননি বলে জানিয়েছেন। তাঁদের অনুরোধেই সময় বাড়ানো হয়েছে।
প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও এবার শেষ দিন শুক্রবার হওয়ায় ২ অক্টোবর পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হয়। গত বুধবারই এ ব্যাপারে ঘোষণা দিয়েছিল এনবিআর। তখন বলা হয়েছিল, সময় আর কোনোভাবেই বাড়ানো হবে না। এর আগে ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদ বলেছিলেন, 'এবার ৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন জমার সময়সীমা আর কোনোভাবেই বাড়ানো হবে না।'

No comments

Powered by Blogger.