ঈদের ছবি নিয়ে অনিশ্চয়তা

র এক মাস পরেই কোরবানির ঈদ। এরই মধ্যে ছোট পর্দা থেকে শুরু করে অডিও বাজার পর্যন্ত ছড়িয়ে পড়েছে ঈদের ব্যস্ততা। ঈদ সামনে রেখে শপিংমলগুলোতেও জমতে শুরু করেছে ভিড়। অথচ চলচ্চিত্রে এখন পর্যন্ত তেমন কোনো সাড়াশব্দ নেই! গত ঈদে যেখানে এক মাস আগে থেকে 'আমার পৃথিবী তুমি', 'একবার বলো ভালোবাসি', 'গরীবের ভাই', 'টাইগার নাম্বার ওয়ান' ছবিগুলো মুক্তি পাওয়া নিয়ে একটি নিশ্চয়তা ছিল, এবার সেখানে মাত্র একটি ছবি!
মতাজুর রহমান আকবরের 'ছোট্ট সংসার' নামের এ ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র প্রযোজক সমিতিতেও ছবিটিকে ঈদে মুক্তি দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছে। ঈদে মুক্তি দেওয়ার জন্য অন্য যেসব ছবির নাম শোনা যাচ্ছে সেগুলো নিয়ে প্রযোজক-প্রদর্শক এমনকি নির্মাতারাও আছেন অনিশ্চয়তার মধ্যে। এ মুহূর্তে ঈদে মুক্তি দেওয়া নিয়ে যে ছবিটি বেশি আলোচিত, তার নাম 'বস নাম্বার ওয়ান'। অথচ বদিউল আলম খোকনের এ ছবিটি সেন্সর ছাড়পত্র তো দূরের কথা, এখনো ডাবিংই শেষ হয়নি। এম বি মানিকের 'এক টাকার দেনমোহর' ছবিরও একই অবস্থা। তবে শাহাদাৎ হোসেন লিটনের 'আদরের জামাই' ও রাজু চৌধুরীর 'প্রিয়া আমার জান' ছবি দুটি সম্প্রতি সেন্সর লাভ করেছে। কিন্তু ছবি দুটির প্রযোজকরা এখনো নীরব। এখনো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাঁরা। মোস্তফা কামাল রাজের 'প্রজাপতি' ছবিটির প্রচার শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান এনটিভি, তারা সব ধরনের প্রস্তুতিও গ্রহণ করেছে। কিন্তু চাষী নজরুলের 'দেবদাস'? এখনো নাকি বহুল আলোচিত এ ছবিটির ডাবিংই শেষ হয়নি! তাহলে ঈদের মধ্যে ছবিটি কি সেন্সর ছাড়পত্র লাভ করে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিতে পারবে?

No comments

Powered by Blogger.