এ আমলেই ঢাকার ২৬ খাল উদ্ধারের ঘোষণা নৌমন্ত্রীর

র্তমান সরকারের মেয়াদেই ঢাকার ২৬টি খাল অবৈধ দখলদারমুক্ত করে দুই পাশে পায়ে হাঁটার পথ (ওয়াকওয়ে) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাজধানীর নদী-খাল দূষণ রোধে গঠিত টাস্কফোর্সের প্রধান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। সম্প্রতি ঢাকা ওয়াসার উদ্যোগে দখলমুক্ত করা কল্যাণপুর 'ঘ' ও রামচন্দ্রপুর খাল পরিদর্শন শেষে গতকাল রবিবার ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
বর্তমান সরকারের প্রায় তিন বছরে চারটি খাল উদ্ধার করা হয়েছে। বাকি দুই বছরে ২২টি খাল কিভাবে দখলমুক্ত এবং সেখানে স্থায়ী ওয়াকওয়ে নির্মাণ করা সম্ভব_সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, 'আগের হিসাবের সঙ্গে তুলনা করলে হয়তো সম্ভব নয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আগে খাল দখলমুক্ত করতে গিয়ে উচ্ছেদকারীদের বিপাকে পড়তে হয়েছে। এখন সেই জটিলতা নেই। সম্প্রতি কল্যাণপুর খাল উদ্ধার অভিযানে পাঁচতলা ভবন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান চলতেই থাকবে। দখলদাররা যে-ই হোন না কেন তাঁকে উচ্ছেদ করা হবে।' তিনি বলেন, এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা গেলে রাজধানী আবার প্রাণ ফিরে পাবে। তখন আর জলজটে নগরবাসীকে নাকাল হতে হবে না। সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান, প্রধান প্রকৌশলী কামরুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়াসা জানায়, গত বছর কাঁটাসুর খালের ৮০টি, কল্যাণপুর 'ঘ' খালের ২০টি, কল্যাণপুর প্রধান খালের ৫০টি ও দেবধোলাই খালের অংশবিশেষ অবৈধ দখলমুক্ত করা হয়েছে। খালগুলো যাতে আবার বেদখল হয়ে না যায় সে জন্য ঢাকা ওয়াসা খালের পাড় বাঁধাইসহ জনসাধারণের চলাচলের জন্য ওয়াকওয়ে নির্মাণ করবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

No comments

Powered by Blogger.