ভাষার নাটকে বিদেশি সুজানা

ভাষা দিবসের জন্য নির্মিতব্য একটি একক নাটকে অভিনয় করবেন ব্রিটিশ-বাঙালি সুজানা আনসার। নাটকের নাম 'নির্ণয় ন জানি'। কবি আবদুল হাকিমের 'বঙ্গবাণী' কবিতার এ চরণ নিয়ে নাটকটি রচনা করেছেন দাউদ হোসাইন রনি। এটি পরিচালনা করবেন পার্থ সরকার। নাটকের প্রধান চরিত্র মিষ্টি জন্মসূত্রে ব্রিটিশ, কিন্তু মনেপ্রাণে বাঙালি। চরিত্রটির মতো সুজানাও জন্মসূত্রে ব্রিটিশ কিন্তু তার মা-বাবা বাংলাদেশি।
তাই পরিচালক মিষ্টি চরিত্রের জন্য সুজানাকেই বেছে নিয়েছেন। ইন্টারনেটে সুজানা জানান, 'এ নাটকে অভিনয়ের জন্য যখন সময় চাওয়া হবে, তখনই আমি বাংলাদেশে চলে আসব। ভাষা আন্দোলন নিয়ে আমার মধ্যে একধরনের ভালো লাগা কাজ করে। তা ছাড়া গল্পটিও আমার বেশ পছন্দ হয়েছে।' কিন্তু পরিচালক বলেন, 'নাটকটি চিত্রায়ণের সময় শীতের একটু আমেজ রাখতে চাই। তাই আগামী ডিসেম্বরে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর ২১ ফেব্রুয়ারির আগে নির্মাণ করতে চেয়েছিলাম নাটকটি। কিন্তু যথাসময়ে পাণ্ডুলিপি হাতে না পাওয়ায় কাজটি তখন করতে পারিনি। এবার বেশ যত্ন নিয়ে কাজটি করতে চাই। নাটকে আরো বেশ কিছু চমকও থাকবে।' সুজানা মূলত ব্রিটিশ কণ্ঠশিল্পী হলেও এর আগে এ দেশের বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত নাটকের মধ্যে 'গ্র্যাজুয়েট', 'ফিফটি ফিফটি' ও 'বরিশাইল্লা মামা' অন্যতম।

No comments

Powered by Blogger.