মাওবাদীদের সঙ্গে নতুন চুক্তি করতে নেপালকে জাতিসংঘের আহ্বান

নেপালে হাজার হাজার মাওবাদী সাবেক গেরিলাকে তত্ত্বাবধানের জন্য উদ্যোগ নিতে সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নেপালে জাতিসংঘ মিশনের (ইউএনএমআইএন) বিদায়ী প্রধান কারিন ল্যান্ডগ্রেন গতকাল সোমবার রাজধানী কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।
চলমান সংকট নিরসনে সরকার ও মাওবাদীদের মধ্যে নতুন করে চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়ে কারিন ল্যান্ডগ্রেন বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, ইউএনএমআইএন যথাযথ প্রক্রিয়ায় প্রত্যাহার করা হবে।’
দেশের ক্ষমতা দখলের লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে মাওবাদী গেরিলারা সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল। এরপর ২০০৬ সালে দুই পক্ষের চুক্তির মাধ্যমে মাওবাদীরা অস্ত্র ত্যাগ করে।
মাওবাদী সাবেক ওই গেরিলাদের তত্ত্বাবধানের জন্য এক বছরের অনুমোদন নিয়ে ২০০৭ সালে ইউএনএমআইএন গঠন করা হয়।
নেপালের বিভিন্ন ক্যাম্পে থাকা অন্তত ১৯ হাজার মাওবাদী সাবেক গেরিলা জাতিসংঘের মিশনের নজরদারিতে ছিল। এখন ইউএনএমআইএন প্রত্যাহারের পর থেকে ওই গেরিলাদের কারা নজরদারি করবে, তা নিয়ে জটিলতা রয়েছে।

No comments

Powered by Blogger.