‘ইসরায়েলের ওপর চাপ বাড়ান’

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি তাঁর দেশের সীমান্ত এলাকায় সব ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে লেবাননের তেল, গ্যাসসহ খনিজ সম্পদ বহিঃশক্তির হাত থেকে রক্ষা করতেও তিনি জাতিসংঘের সহায়তা চেয়েছেন। গত রোববার নিউইয়র্কের একটি হোটেলে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকে সাদ আল হারিরি এ আহ্বান জানান। নাম প্রকাশ না করার শর্তে হারিরির প্রতিনিধিদলের এক সদস্য এসব তথ্য জানান।
প্রতিনিধিদলের ওই সদস্য জানান, বান কি মুনের সঙ্গে হারিরির প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে হারিরি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ ধারার পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন। ওই ধারা অনুযায়ী, ২০০৬ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছিল। ওই ধারায় ইসরায়েল ও লেবানন সীমান্তের লিতানি নদী এবং জাতিসংঘের পর্যবেক্ষণাধীন নীল রেখার মাঝখানে সব ধরনের অস্ত্রবাজিও নিষিদ্ধ করা হয়।
ওই সদস্য জানান, লেবাননের আকাশ, ভূখণ্ড ও সমুদ্রসীমা লঙ্ঘন বন্ধ করতে ইসরায়েলকে চাপ দিতে হারিরি জাতিসংঘের মহাসচিবকে অনুরোধ জানান।

No comments

Powered by Blogger.