জাতীয় ক্রিকেটারদের সুপার লিগেও চায় ক্লাবগুলো

সিসিডিএমের সঙ্গে বিসিবির টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্ত—২৪ জানুয়ারি থেকে শুরু সুপার লিগে খেলবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। ২০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় লিগ পর্বের খেলায়ই কেবল খেলতে পারবেন তাঁরা। কিন্তু প্রিমিয়ার ক্রিকেট লিগের কোনো কোনো ক্লাব মানতে পারছে না এই সিদ্ধান্ত।
সাকিব-তামিমদের নিয়ে এবার বড় বাজেটের দল গড়েছে মোহামেডান। সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের না পেলে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে, এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চারও বেশি তারাই। কাল ক্লাবের ক্রিকেট কমিটির প্রধান লুৎফর রহমান (বাদল) বলেছেন, ‘লিগ শুরুর আগে সিসিডিএমের সভায় ক্লাব প্রতিনিধিদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা টি-টোয়েন্টি লিগ চান, নাকি সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের চান। বিশ্বকাপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টি বাদ দিয়ে সবাই তখন সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের চেয়েছিল এবং সিদ্ধান্তও হয়েছিল সে রকম। সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে জানার পর ক্লাবের সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
একই হতাশার কথা জানিয়েছে কলাবাগান ক্লাবও। ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল করিম জানিয়েছেন, সুপার লিগে জাতীয় দলের খেলোয়াড়দের চেয়ে সিসিডিএমকে চিঠি দেবেন তাঁরা। সুপার লিগ শুরু হবে ২৪ জানুয়ারি। এর আগে ১৯ জানুয়ারির মধ্যেই ঘোষণা হয়ে যাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল।
তবে সিসিডিএমের প্রধান জি এস হাসান তামিম আগের সিদ্ধান্তে অনড়ই আছেন। মোহামেডান ক্রিকেট কমিটির প্রধানের দাবিটা মেনে নিয়েও তিনি বলেছেন, ‘কথা ছিল ২৫ তারিখ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটাররা লিগে খেলবে। কিন্তু আমরা সময়মতো মাঠ না পাওয়ায় সুপার লিগই শুরু হচ্ছে ২৪ তারিখ। সুপার লিগের খেলা যেহেতু বগুড়া আর রাজশাহীতে হবে, ওই সময় জার্নি করে জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষে লিগে খেলা সম্ভব নয়, কোচ জেমি সিডন্সও এটা চান না। তা ছাড়া জাতীয় দলের স্বার্থে ক্রিকেটারদের লিগ থেকে সরিয়ে নেওয়ার ঘটনা তিন-চার বছর ধরেই হয়ে আসছে।’

No comments

Powered by Blogger.