ইরানের আইনজীবী নাসরিনের কারাদণ্ড

ইরানের প্রখ্যাত আইনজীবী ও মানবাধিকারকর্মী নাসরিন সুতোদেকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আইনজীবী হিসেবে কাজ করা এবং তাঁর দেশত্যাগের ওপর ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল সোমবার নাসরিনের স্বামী রেজা কান্দান জানান, কর্তৃপক্ষ গত রোববার নাসরিনের আইনজীবীর কাছে এ খবর দিয়েছে।
নাসরিন অভিযোগ করেছেন, বিচার চলাকালে তাঁকে আদালতে যেতে দেওয়া হয়নি। তিনি পরে জানতে পেরেছেন, তাঁকে ওই সাজার আদেশ দেওয়া হয়েছে।
নাসরিনের বিরুদ্ধে একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ প্রমাণিত হয়। তিনি শান্তিতে নোবেল বিজয়ী শিরিন এবাদি পরিচালিত মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সেন্টার’-এর সদস্য ছিলেন।
রেজা জানান, ২০০৯ সালে বিতর্কিত নির্বাচনের পর নাসরিন তাঁর এক মক্কেলের কারাদণ্ড নিয়ে বাইরের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এ কারণে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়। তিনি জানান, তাঁর স্ত্রী যে মামলাগুলো নিয়ে কাজ করতেন, শুধু সেটা নিয়েই কথা বলতেন এবং মামলায় কোনো ভুলত্রুটি থাকলে সেটা তিনি জনগণকে জানাতেন।

No comments

Powered by Blogger.