চট্টগ্রাম পুঁজিবাজারেও দিনভর চাঙা ভাব

দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চাঙা ভাবের মধ্য দিয়ে শেষ হয়েছে। দিন শেষে সাধারণ সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ লেনদেন শেষে সাধারণ সূচক ২২৮৩ পয়েন্ট বা ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ২১৮৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময়ে মোট ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৬টির এবং কমেছে আটটির। মোট লেনদেন হয়েছে ১৭১ কোটি টাকার।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ সূচক এক হাজার ৩৯৬.২১ পয়েন্ট বা ৬.৭৭ শতাংশ কমে ১৯২১২.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছিল। সিএসইতে লেনদেন হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বাড়ে মাত্র সাতটির, কমে ১৪৭টির এবং অপরিবর্তিত ছিল মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল সিএসইতে মোট ৪৪ কোটি টাকার লেনদেন হয়।

No comments

Powered by Blogger.