তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা তুলে নিতে পারে থাইল্যান্ড

থাইল্যান্ডের সরকার সে দেশের উত্তরাঞ্চলের তিনটি প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের চিন্তাভাবনা করছে। তবে রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা বলবৎ থাকবে। গতকাল মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সুথেপ থায়ুগসুবান গতকাল সাংবাদিকদের বলেন, নাখোন রাতছাসিমা, খোন কায়েন ও উদোন থানি প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে এই তিন প্রদেশ থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। প্রদেশ তিনটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্ট সমর্থকদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
গত এপ্রিলে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে লাল শার্টপন্থীরা ব্যাংককে বড় ধরনের সমাবেশ করে। একপর্যায়ে সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ৯১ জন নিহত হয়।

No comments

Powered by Blogger.