আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ডেপুটি প্রাদেশিক গভর্নর নিহত

আফগানিস্তানে গতকাল মঙ্গলবার একটি আত্মঘাতী বোমা হামলায় গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ কাজিম আলাইয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক ছেলে ও দুই দেহরক্ষী নিহত হন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।
গজনি পুলিশের প্রধান দেলাওয়ার জাহিদ জানান, একটি গাড়িতে করে আলাইয়ার তাঁর ছেলে ও দুই দেহরক্ষীকে নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় গজনি বিমানবন্দরের কাছে একটি মোটরসাইকেলে করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। হামলায় দুজন পথচারীও নিহত হন। এ ছাড়া আহত হন ১৭ জন। আহত লোকদের প্রাদেশিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদ সূত্র জানায়, হামলায় আলাইয়ার, তাঁর ছেলে ও চার দেহরক্ষী নিহত হয়েছেন।
পুলিশপ্রধান জাহিদ আরও জানান, বিস্ফোরণস্থল পুলিশ ঘিরে রেখেছে। তবে বিস্ফোরণে পুড়ে যাওয়া গাড়ি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এ বছরের শুরুর দিকেও আলাইয়ারের ওপর হামলা হয়েছিল। সে হামলায় তিনি প্রাণে রক্ষা পান।

No comments

Powered by Blogger.