যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া শুরু

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া গতকাল সোমবার ডুবোজাহাজবিরোধী যৌথ মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়াকে তাদের শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে তারা এই মহড়া করছে। পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সম্মেলন শুরুর প্রাক্কালে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া এই যৌথ মহড়া শুরু করেছে।
ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের এই সম্মেলনের মাধ্যমে কিম জং ইল তাঁর ছেলে জং উনের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সাউথ কোরিয়ান জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র জানান, এই ডুবোজাহাজবিরোধী যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এক হাজার ৭০০ মেরিন সেনা অংশ নিয়েছে।
এদিকে উত্তর কোরিয়া গত রোববার এই মহড়ার সমালোচনা করে বলেছে, তারা যুদ্ধ বাঁধানোর উদ্দেশ্যে এই যৌথ মহড়ার আয়োজন করেছে।

No comments

Powered by Blogger.