শীর্ষে ইন্টার-লাৎসিও

এবার ইতালিয়ান লিগের চেহারাটা শুরু থেকেই অন্যরকম লাগছে। পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার আঁচ। গত মৌসুমে ৫ ম্যাচ পর যেমন ইন্টার মিলানের একচ্ছত্র আধিপত্যটাই টের পাওয়া যাচ্ছিল, এবার সেটা হচ্ছে না। এবার শুরু থেকেই উন্মুক্ত স্কুডেট্টোর লড়াই। এএফপি।
৫ ম্যাচ পর ইন্টার মিলান শীর্ষে আছে ঠিক, কিন্তু সেই শীর্ষস্থানে ভাগ আছে লাৎসিওরও। দুই দলেরই পয়েন্ট ১০। এই দুই দলের ঘাড়ের ওপর আবার নিঃশ্বাস ছাড়ছে শিয়েভো, ব্রেসিয়া, এসি মিলান, নাপোলি, কাতানিয়া ও বারি। ইন্টার আর লাৎসিওর ঠিক পরেই অবস্থান শিয়েভো ও ব্রেসিয়ার। দুই দলের পয়েন্টই ৯ করে। এরপর আছে বাকি চারটি দল। এই চার দলের প্রতিটিরই আবার ৮ পয়েন্ট।
পরশু শিয়েভো ও ব্রেসিয়ার ইন্টারকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু দুই দলই হেরে বসায় তা আর হয়নি। শিয়েভোকে ১-০ গোলে হারিয়েই শীর্ষে উঠেছে লাৎসিও। ব্রেসিয়া হেরেছে বারির কাছে।জুভেন্টাস এদিন স্বরূপে ফিরেছে। প্রথম ৪ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পাওয়া দলটি ক্রাসিকের হ্যাটট্রিকে ক্যালিয়ারিকে হারিয়েছে ৪-২ গোলে।

No comments

Powered by Blogger.