ক্যাম্পে ফেরানো হলো তাঁদের

এশিয়ান গেমসের মহিলা কাবাডি ক্যাম্পে থাকা খেলোয়াড়েরা জাতীয় মহিলা হ্যান্ডবলে খেলছিলেন। ক্যাম্প ছেড়ে পাঁচ দিন খেলার পর আবার তাঁদের ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়েছে।
কাবাডি ফেডারেশনের অনুমতি নিয়েছিলেন মেয়েরা। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বিষয়টা জানত না। বিওএ যেহেতু এশিয়াডের ক্যাম্পের আয়োজক, তাই তাদের মতামতই প্রাধান্য পেয়েছে। বিওএর নাখোশ দেখে কাবাডি ফেডারেশন কাবাডি ক্যাম্পে ফিরিয়ে নিয়েছে খেলোয়াড়দের।
বিওএর প্রশিক্ষণ কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান (মানু) কাল ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘জাতীয় কাবাডি দল থেকে ছুটি না নিয়ে এভাবে খেলোয়াড়দের হ্যান্ডবল খেলতে দিয়ে কাজটা ঠিক করেনি ফেডারেশন। এটা আইনসংগত নয়। এভাবে খেলতে চাইলে প্রশিক্ষণ কমিটির অনুমতি নিতে হবে।

No comments

Powered by Blogger.