গিনির জান্তাপ্রধানকে হত্যার চেষ্টার অভিযোগে ৬০ জন গ্রেপ্তার

গিনির সামরিক জান্তাপ্রধান ক্যাপ্টেন মুসা দাদিস কামারাকে গুলি করে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৬০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হামলাকারী প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান লে. কর্নেল আবু বকর সিদ্দিকি দিয়াকাইত ওরফে তুমবাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জান্তা সরকারের মুখপাত্র ইদ্রিসা শেরিফ গতকাল বুধবার এসব তথ্য দেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, সে দেশের রাজধানী কোনাক্রিতে সেনারা সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করছে। ইতিমধ্যে অনেককে হত্যা করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো কামারার পদত্যাগ দাবি করেছে।
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট কামারা রাজধানী কোনাক্রির কুন্দরা সেনাশিবিরে অবস্থান করছিলেন। সেখানে প্রেসিডেনশিয়াল গার্ডের প্রধান তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। কামারার মাথায় গুলি বেঁধে। বর্তমানে তিনি মরক্কোতে চিকিত্সাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর তাঁর অবস্থা এখন অনেকটা ভালো।
চিকিত্সকেরা বলেছেন, তাঁর শারীরিক অবস্থা নিয়ে আর উদ্বেগের কিছু নেই। ভাইস প্রেসিডেন্ট সেকুবা কোনাটে অস্থায়ীভাবে দেশের দায়িত্ব নিয়েছেন।
গত বছর রক্তপাতহীন একটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে কামারা ক্ষমতায় আসেন।

No comments

Powered by Blogger.