তিন জাতি সিরিজের সেরা মাহমুদুল

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ তিন জাতি সিরিজে বাংলাদেশের বিশেষ কিছু দলীয় প্রাপ্তি না থাকলেও ব্যক্তিগত অর্জন আছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহমুদুল হাসান পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি।
তিন ম্যাচে ১১৬ রান করেছেন মাহমুদুল, দুই ইনিংসেই অপরাজিত থাকার সৌজন্যে গড়ও ১১৬। এর বাইরে অফ স্পিনে নিয়েছেন ২ উইকেট। সিরিজের সেরা দশ ব্যাটসম্যানের মধ্যে আছেন বাংলাদেশের মমিনুল হকও (৩ ম্যাচে ৯৩ রান করে চার নম্বরে)। বোলারদের তালিকায় চতুর্থ আবুল হাসান, ২ ম্যাচ খেলে ৯১ রানে ৬ উইকেট এই পেসারের। এর মধ্যে পাকিস্তানের বিপক্ষেই নিয়েছেন ৫০ রানে ৫ উইকেট।
গত পরশু ফাইনালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ দলের কাল রাতেই দেশে ফেরার কথা ছিল।

No comments

Powered by Blogger.