কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন শোয়েব

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন শোয়েব আখতার। এ বছর শেষে চলতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শোয়েবের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি নবায়ন করা হবে না বলে জানিয়েছে পিসিবি। কারণটাও জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট, যাঁরা জাতীয় দলে এবং ঘরোয়া ক্রিকেটে খেলছেন তাঁদেরই কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়। ‘দুর্ভাগ্য দুটির একটিতেও কিছুদিন ধরে নেই সে। তাই আগামী মাস থেকে বোর্ড থেকে সে আর বেতন পাবে না’—বলেছেন তিনি। পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ শ্রেণীভুক্ত শোয়েব চুক্তির আওতায় মাসিক আড়াই লাখ পাকিস্তানি রুপি বেতন পেতেন।
দুই মাস আগে ইংল্যান্ডে হাঁটুতে অস্ত্রোপচার করে আসার পর মাঠের বাইরে থাকা শোয়েব খবর হয়েছেন ভিন্ন কারণে। পিসিবির চিকিত্সকদের সঙ্গে পরামর্শ না করেই চর্বি কমানোর জন্য সম্প্রতি অস্ত্রোপচার করিয়ে বোর্ডের বিরাগভাজন হয়েছেন।

No comments

Powered by Blogger.