আকরামের কান্না

হুমা আকরামের চলে যাওয়ার শোক এখনো সামলে উঠতে পারেননি। আর তাই কাল তদন্ত কমিটির সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন ওয়াসিম আকরাম। অসুস্থ স্ত্রীর প্রতি পাকিস্তানি চিকিত্সকেরা যথেষ্ট মনোযোগী ছিলেন না, ঠিকমতো চিকিত্সা করা হয়নি—আকরামের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠন করা হয়েছে এই তদন্ত কমিটি। ওয়েবসাইট।
‘চিকিত্সকেরা ঠিকমতো আমার স্ত্রীর যত্ন নেয়নি বলেই ও মারা গেছে। যার ফলে ওর কিডনি অকেজো হয়ে গিয়েছিল, হূিপণ্ডের জটিলতা দেখা দিয়েছিল’—কাল সাংবাদিকদের বলেছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক। সুনির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তাঁর অভিযোগ। এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
তদন্ত কমিটি এরই মধ্যে পদক্ষেপ নিতে শুরু করেছে। সরকারের কাছে ১৭ জন চিকিত্সক আর স্বাস্থ্যকর্মীর লাইসেন্স বাতিলের সুপারিশ করেছে তারা।

No comments

Powered by Blogger.