এসইসির সামনে প্রতীক অনশন বিনিয়োগকারীদের

মিউচুয়াল ফান্ডসংক্রান্ত মামলার রায়ের বিরুদ্ধে আপিল না করা ও ঋণসুবিধা চালুর দাবিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কার্যালয়ে গিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা।
ক্ষুদ্র বিনিয়োগকারী ফোরামের ব্যানারে গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজধানীর দিলকুশায় জীবন বীমা টাওয়ারের ১৬ তলায় এসইসির চেয়ারম্যানের কার্যালয়ের প্রবেশপথে এ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে প্রায় ৩০-৪০ জন ব্যানার-ফেস্টুন নিয়ে এসইসিতে জমায়েত হয়ে শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি পালন করতে থাকেন। একপর্যায়ে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বিনিয়োগকারীদের ডেকে তাঁদের দাবি সম্পর্কে জানতে চান।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে আবুল বাশার, জয়নুল আবেদিন ও রিজভী আহমেদ চেয়ারম্যানের কাছে তাঁদের দাবির পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।
পরে বিনিয়োগকারীরা সাংবাদিকদের বলেন, এসইসি তাঁদের দাবি-দাওয়াগুলো বিবেচনার আশ্বাস দিয়েছে।

No comments

Powered by Blogger.