অঙ্গীকার ভঙ্গ করায় দক্ষিণ কোরিয়াকে তালেবানের হুঁশিয়ারি

আফগানিস্তানে সৈন্য না পাঠানোর ব্যাপারে অঙ্গীকার ভঙ্গ করার জন্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। তারা বলেছে, আফগানিস্তানে দক্ষিণ কোরীয় সৈন্যদের ভয়াবহ পরিণতি হবে। সিউল আগামী জুলাই মাসে আফগানিস্তানে ৩৫০ জন সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
উলেখ্য, দুই বছর আগে তালেবান ১৯ জন কোরীয় জিম্মিকে মুক্তি দিয়েছিল। জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে দুই বছর দক্ষিণ কোরিয়া তারা ২১০ জনের সামরিক প্রকৌশলী ও চিকিত্সকদের দলটিকে প্রত্যাহার করে নিয়েছিল।
সাংবাদিকদের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো বিবৃতিতে তালেবানরা বলেছে, ‘তারা আফগানিস্তান থেকে তাদের সৈন্যদের প্রত্যাহার এবং ভবিষ্যতে দেশটিতে তাদের সৈন্য আবার কখনো না পাঠানোর অঙ্গীকার করেছিল।’
এতে আরও বলা হয়, সিউল যদি কোনোভাবে আফগানিস্তানে সৈন্য পাঠায় এবং তাদের অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে তাদের এ পদক্ষেপের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

No comments

Powered by Blogger.