রান নিয়ে ডাকছে উইকেট

নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে ফুরফুরে মেজাজে পাকিস্তান। আগামীকাল শুরু হতে যাওয়া এই টেস্ট জিতে সিরিজ জয়ে ক্রিকেটাররা অনুপ্রাণিত বলেও দাবি করলেন টিম ম্যানেজার আবদুল রাকিব, ‘মাঝে বড় একটা সময় সাফল্য ছিল না আমাদের। জয় পাওয়াটা জরুরি হয়ে পড়েছিল। এই (ওয়েলিংটনের) জয়ে তাই তাদের অনুপ্রাণিত হওয়াটাই স্বাভাবিক।’
তবে দুই টেস্টের মাঝখানে ‘অস্বাভাবিক’ খবরও পত্রিকার পাতায় এসেছে। ওয়েলিংটন টেস্টের পর দলের দুই পেসার উমর গুল ও মোহাম্মদ আমিরের মধ্যে নাকি ড্রেসিংরুমে হাতাহাতি হয়েছে। দলীয় আচরণবিধি ভঙ্গের জন্য দুই পেসারকেই দায়ী করে টিম ম্যানেজমেন্ট ২ লাখ রুপি করে জরিমানাও করেছে। টিম ম্যানেজমেন্ট অবশ্য ধামাচাপা দিতে পুরো ব্যাপারটা অস্বীকার করে দলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় আছে বলে দাবি করেছে।
তা থাকলেও নেপিয়ার টেস্টের আগে পাকিস্তানের দুশ্চিন্তা একটা আছেই। ওয়েলিংটনে ১৪১ রানের বড় ব্যবধানে জিতলেও ব্যাটিং নিয়ে স্বস্তিতে নেই পাকিস্তান। একমাত্র উমর আকমল ছাড়া আর কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি পাননি। ব্যাটিংয়ের এই দৈন্যদশা ঘোচাতে নেপিয়ারে বাদ দেওয়া হচ্ছে শোয়েব মালিককে। সিরিজের চার ইনিংসে যাঁর স্কোর ২, ৩২, ৯ ও ৩। মালিকের জায়গাটা সম্ভবত নিতে যাচ্ছেন ফয়সাল ইকবাল।
ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা নিউজিল্যান্ডেরও। ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৯৯ রানে অলআউট হয়েই তো টেস্ট হারল তারা। যাঁর ব্যাটিং আন্তর্জাতিক ক্রিকেটে হাস্যরসের উপাদান, সেই কিউই পেসার ক্রিস মার্টিন দলের ব্যাটসম্যানদের জরুরি একটা কথা মনে করিয়ে দিয়েছেন, ‘দলের বেশির ভাগ সদস্যই জানে সিরিজ ও তাদের ক্যারিয়ারের জন্য এটা একটা চ্যালেঞ্জিং সময়। তাদের রান করতে হবে।’
ব্যাটসম্যানদের জন্য আশীর্বাদ হয়েই আসছে নেপিয়ারের ম্যাকলিন মার্ক। ব্যাটসম্যানদের স্বর্গ বলেই পরিচিত এখানকার উইকেট। রান-বন্যায় গত পাঁচ টেস্টের চারটি ম্যাচই ড্র হয়েছে। ক্রিস মার্টিন তো ‘চাপে থাকা’ সতীর্থদের সেটাও মনে করিয়ে দিয়েছেন, ‘যাঁরা সেঞ্চুরি করতে চেয়েছে এবং সিরিজে এখনো তা করতে পারেনি, তাদের চাওয়া পূরণ হওয়ার দারুণ একটা সুযোগ নেপিয়ার টেস্ট।’
মার্টিনের কথা শুনে শোয়েব মালিক হয়তো দীর্ঘশ্বাসই ফেলবেন!

No comments

Powered by Blogger.