যুক্তরাষ্ট্র-চীন বিতর্ক

জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোর জন্য তহবিল গঠন নিয়ে কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে মার্কিন ও চীনা প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।
সম্মেলনে চীনের দূত ইউ কুইংটাই বলেন, আজকের গ্রিনহাউস গ্যাস সমস্যার জন্য উন্নত দেশগুলো দায়ী। তাই গরিব দেশগুলোকে তাদের সহায়তা করতে হবে, যাতে তারা কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হ্রাসের প্রযুক্তি হাতে পায়। গত বুধবার তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দেওয়া ধনী দেশগুলোর জন্য দাতব্য বা জনহিতকর কোনো কাজ নয়, বরং এটা ধনী দেশগুলোর জন্য আইনগত বাধ্যবাধকতা।
তবে সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক টড স্টার্ন চীনের সমালোচনা নাকচ করে দিয়ে বলেন, ‘বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণে আমাদের ভূমিকা আমরা অবশ্যই স্বীকার করে নিচ্ছি। কিন্তু অপরাধবোধ কিংবা ক্ষতিপূরণের ধারণা আমি স্পষ্টভাবে নাকচ করে দিচ্ছি।’ উল্টো তিনি কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চীনের প্রতি আহ্বান জানান।

No comments

Powered by Blogger.