আনোয়ার সাদাতের কমিটিকে অনুমোদন দিল মন্ত্রণালয়

বাণিজ্য মন্ত্রণালয় গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে মো. আনোয়ার সাদাত সরকারের নেতৃত্বাধীন কমিটিকে অনুমোদন দিয়েছে। গত সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মুহিবুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।
আনোয়ার সাদাতের কমিটি ছাড়াও রূপগঞ্জের সাংসদ গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বাধীন অপর একটি কমিটি গাজীপুর চেম্বারের প্রতিনিধিত্ব করে আসছিল।
চেম্বার সূত্রে জানা গেছে, নেতৃত্ব নিয়ে কয়েক বছরের কোন্দলের পরিস্থিতিতে গত বছরের ১০ মে আনোয়ার সাদাত সরকারের নেতৃত্বাধীন কমিটি (২০০৮-০৯) নির্বাচিত হয়। এর দুই দিন পর ১২ মে বাণিজ্য মন্ত্রণালয় ক্ষমতায় থাকা গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বাধীন কমিটির মেয়াদ ১২০ দিন বাড়ায়। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আনোয়ার সাদাত হাইকোর্টে রিট (৫২০০/০৮) দায়ের করেন। চলতি বছরের ২৮ জুলাই আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ বিধি মোতাবেক হয়নি বলে রায় দেন। অবশ্য এর পরও গোলাম দস্তগীর গাজী ও আনোয়ার সাদাত সরকার পৃথক কার্যালয় থেকে গাজীপুর চেম্বারের কার্যক্রম চালিয়ে যান।
হাইকোর্টের রায়ের পর ৩০ জুলাই গাজীপুর চেম্বারের সদস্য ফরহাদ হোসেন গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বাধীন কমিটির বৈধতা চেয়ে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে মামলা (নম্বর-১০/২০০৯) করেন। ৩ অক্টোবর ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন।
আনোয়ার সাদাত সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি পেয়েছেন বলে প্রথম আলোকে জানান। অন্যদিকে এ ব্যাপারে গোলাম দস্তগীর গাজীর মোবাইল ফোনে চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর গাজী টায়ার নামক প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে সোহেল নামে এক ব্যক্তি বলেন, ‘স্যার সংসদে আছেন।’

No comments

Powered by Blogger.