ইসলামাবাদে জাতিসংঘ কার্যালয়ে হামলার দায় স্বীকার তালেবানের

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতিসংঘের একটি কার্যালয়ে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে তালেবান। গতকাল মঙ্গলবার পাকিস্তানি তালেবানের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপির কাছে এই দায়িত্ব স্বীকার করেন। ওই হামলায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কার্যালয়ের পাঁচ কর্মী নিহত হন।
অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবানের মুখপাত্র আজম তারিক এএফপিকে বলেন, ‘আমরা ওই হামলা চালিয়েছি। হামলার দায়দায়িত্ব স্বীকার করছি আমরা।’
গত সোমবারের ওই হামলায় চার পাকিস্তানি ও এক ইরাকি নিহত হয়। সেনা-পোশাক পরিহিত এক ব্যক্তি কড়া নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ইসলামাবাদে ডব্লিউএফপির সুরক্ষিত কার্যালয়ে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটায়।
তালেবান মুখপাত্র তারিক আজিম বলেন, ডব্লিউএফপি মার্কিন কর্মসূচি বাস্তবায়ন করছে। গণহত্যার ব্যাপারে সংস্থাটি নিশ্চুপ। ওয়াজিরিস্তান ও অন্যান্য জায়গায় সংঘটিত হত্যাকাণ্ডের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক অভিযানের হুমকি দিচ্ছে। পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে আমাদের। আমরা তাদের যথাযথ জবাব দেব।’

No comments

Powered by Blogger.