বাংলাদেশি চিংড়ির ব্র্যান্ড সৃষ্টি ও চিংড়ি জোট গঠনের আহ্বান

চিংড়ি রপ্তানির মাধ্যমে অধিক হারে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হলে বাংলাদেশি চিংড়ির আলাদা ব্র্যান্ড সৃষ্টি করা প্রয়োজন। সেই সঙ্গে এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ‘চিংড়ি উন্নয়ন জোট’ গঠন করা দরকার।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত ‘বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি: সম্ভাবনা ও সমস্যা’ শীর্ষক দুই দিনের এক সেমিনারে এ সুপারিশ করা হয়েছে।
ক্যাটালিস্ট, আইএফসি-এসইডিএফ, জিটিজেড-প্রগ্রেস ও কেয়ার-বাংলাদেশ প্রভৃতি বাজার উন্নয়ন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ‘মার্কেট ডেভেলপমেন্ট ফোরাম’ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও পশুসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব ফিরোজ আহমেদ ও গ্লোবাল অ্যাকুয়াকালচার অ্যালায়েন্সের চেয়ারম্যান জর্জ চেম্বারলেন। সেমিনারে আরও বক্তব্য দেন মত্স্য ও পশুসম্পদসচিব শাহ আলম, বিএসএফএফের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও এমডিএফের যুগ্ম আহ্বায়ক রাজীব প্রধান।

No comments

Powered by Blogger.